কৃষকদের জীবন-মান উন্নয়নে জৈব কৃষিচর্চা মেলা

মেহেরপুরে দু’দিনের কৃষক সমাবেশ ও জৈব কৃষিচর্চা মেলা হয়েছে। নারী কৃষকদের জীবন-মানের উন্নয়ন, জৈবকৃষি আন্দোলনকে এগিয়ে নেয়া, সরকারের সেবা গ্রহণ এবং সমবায়কে জনবান্ধব করে গড়ে তোলাই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

মেহেরপুর সদর উপজেলার বারাদি মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক সমাবেশ ও জৈব কৃষিচর্চা মেলায় অংশ নেন ১৫ জেলার ৮টি সমবায় দলের মোট দু’শ আটজন। তারা সাধারণ কৃষকের সামনে তুলে ধরেন হাইড্রোপনিক ঘাস উৎপাদন ও সজনে চাষসহ বিভিন্ন ফল ফসলের আধুনিক জৈব পদ্ধতি।

সজনে পাতার চা, মশলার বিবিধ ব্যবহার ও গুণাগুণ নিয়ে দর্শনার্থিদের সঙ্গে আলোচনা করেন সমবায়ি কৃষক।

আয়োজকরা জানান, মেলার উদ্দেশ্য ভূমিহীন প্রান্তিক চাষীদেরকে ক্ষুদ্র জায়গা ব্যবহার করে জৈব কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারনা দেয়া।

জৈব কৃষি সম্পর্কে সমন্বিত ধারণা দেয়ার এই উদ্যোগ অনেক বেশি কার্যকর, জানান স্থানীয়রা।

কৃষকজৈব কৃষিমেহেরপুরহাইড্রোপনিক ঘাস