কূটনৈতিক সাফল্যেই সীমানা চুক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের বড় কূটনৈতিক সাফল্যের কারণেই ভারতের রাজ্যসভায় বাংলাদেশের সঙ্গে স্থলসীমানা চুক্তি বিষয়ক বিল পাশ হয়েছে। দুই দেশের দীর্ঘ দিনের সমস্যার সমাধান হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দেশে বিএনপিসহ দুই ধরণের জঙ্গি আছে, জঙ্গিবাদ অঙ্কুরইে বিনষ্ট করতে হবে।

সরকারের এই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করলেন। উদ্দেশ্য, আগেরবারে দেয়া নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া আর নতুন দিক নির্দেশনা দেওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন প্রধানমন্ত্রী।

সভার শুরুতে ভাষণে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমানা চুক্তি বাস্তবায়নে তার সরকারের প্রচেষ্টা তুলে ধরে একে বড় ধরনের সফলতা হিসেবে উল্লেখ করেন।

কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ৫০ হাজার পুলিশ সদস্যের নিয়োগ দ্রুত শেষ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বলেন, আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বিচার দ্রুত শেষ করতে হবে।

প্রারম্ভিক বক্তব্যের পর কর্মকর্তাদের বক্তব্য শুনে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীবাংলাদেশ-ভারতসীমান্ত চুক্তি