কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোহন আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত ব্যক্তি তালিকাভুক্ত ডাকাত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

নিহত মোহন আলী জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাতদের একটি দল অস্ত্র নিয়ে জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পালিয়ে যায় ডাকাতরা। পরে ঘটনাস্থল থেকে মোহন আলী নামে এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর জানান: মোহন আলী শীর্ষ ডাকাত। কুষ্টিয়া ছাড়াও আশেপাশের জেলায় সেসহ তার দলবল ডাকাতি করতো। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

কুষ্টিয়াডাকাতনিহতবন্দুকযুদ্ধ