কুমিল্লায় হত্যা মামলা: খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর বাড়লো

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যার মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার এই জামিনের মেয়াদ বাড়ানো আদেশ দেওয়া হয় বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

গত ৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় খালেদাকে ৬ মাসের জামিন দেন। সে জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়।

এতে আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করেন।

মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এবং তাকে আটক দেখানো হয়।

অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের পর খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে আছেন।

কুমিল্লার চৌদ্দগ্রামখালেদা জিয়াপেট্রোল বোমাহত্যা মামলা