কুমিল্লায় বাবার জন্য ভোট চাইছেন মেয়ে

নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে ভোটারদের দরজায় যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কুমিল্লা-১০ আসনের এ হেভিওয়েট প্রার্থী একাদশ সংসদ নির্বাচনকে তরুণ প্রজন্মের জন্য বলে উল্লেখ করেছেন।

আ হ ম  মুস্তফা কামালের বিপক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী কারাগারে। প্রচার সমন্বয় করছেন তার মেয়ে। ভোটাররা ভোট দিতে পারলে ধানের শীষ জয়ী হবে বলে আশাবাদী তিনি।

সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট এ ৩ থানা নিয়ে কুমিল্লা-১০ নির্বাচনী আসন। ভোটের লড়াইয়ে মোট ৭ জন প্রার্থী আছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বী দু’জন। নৌকা প্রতীকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আর ধানের শীষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনিরুল হক চৌধুরী।

২৮ ডিসেম্বর প্রচার শেষ হচ্ছে, কাজেই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তারা।

কারাগারে থাকা বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচার, জনসংযোগ সব সামলাচ্ছেন তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সায়মা ফেরদৌস।

মনিরুল হক চৌধুরী ৪ বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন দু’বার, ১৯৯১ সালে লাঙ্গল প্রতীকে এবং ২০০১ সালে ধানের শীষে। নৌকা প্রতীকে ৫ বার নির্বাচনে অংশ নিয়ে ৩ বার জয়ী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল।

একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণা