কুড়িগ্রামে বালু উত্তোলনে দেবে গেছে স্কুল ভবন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাশের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল ভবনটির মেঝে দেবে গেছে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

এ অবস্থায় ভবন ধ্বসের আতংকে ক্লাসে যেতে পারছে না শিক্ষার্থীরা। দুর্ঘটনার আশংকায় ভবনে পাঠদান প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকির মুখে রয়েছে পুকুর পাড়ের মোবাইল টাওয়ার, মসজিদ, বাজার ও লোকালয়ের বসতভিটা।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে টানা দীর্ঘ ৪ বছর ধরে শ্যালো মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছেন এলাকার প্রভাবশালী ওসমান গণি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসমান দাবি করেন, স্কুল ভবনটি খাল ভরাট করে নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে ।

নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একতলা ভবনের দেয়ালে ফাটল ও মেঝে দেবে যাওয়া দেখে শিক্ষার্থীরা আতংকিত হয়ে বেরিয়ে যায় । এ অবস্থায় সেখানকার পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজার রহমান বলেন, বড় ধরণের দুর্ঘটনার আশংকায় পাঠদান বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে ।

ক্লাস বন্ধ থাকায় পরীক্ষার প্রস্ততি নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। কয়েকজন শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বললে তারা এমন দাবি তুলে ধরেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। তিনি বলেন, তদন্ত করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

দ্রুত বালু উত্তোলন বন্ধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসির ।

কুড়িগ্রাম