কাবুলে গাড়ি বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিদেশি সংস্থার অফিসের সামনে গাড়ি বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে৷আহত হয়েছেন কমপক্ষে ৯৩ জন৷ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, এখন পর্যন্ত ঘটনার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি৷ সন্ত্রাসবাদীরা পূর্ব কাবুলের জালালাবাদে বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণ ঘটায়। ওই এলাকাতেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস ছিল৷ আহতদের মধ্যে ২৪ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে৷

সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাজিব দানিস জানান, ওই বিদেশি সংস্থার ভবনের সামনে বেশ কয়েকজন বিদেশি শ্রমিক কাজ করছিলেন৷ ওই এলাকা সংলগ্ন বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে৷ জালালাবাদ রোডের যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে আগে রাষ্ট্রসংঘের বেশ কয়েকজন কর্মী বসবাস করতেন৷ তবে সম্প্রতি তাঁরা চলে যান৷

ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা৷ নতুন করে যাতে কোনও বিস্ফোরণ ঘটতে না পারে, বা ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কীনা জানতে বিশেষ পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে৷

নভেম্বর কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কম করে ৫০ জনের মৃত্যু হয়৷ আহত হন প্রায় ৭০ জন৷ কাবুলে সাম্প্রতিকতম ভয়ঙ্কর হামলার মধ্যে এটি একটি বলে জানিয়েছে আফগান পুলিশ৷

কাবুলগাড়ি বিস্ফোরণ