কাতার ও ভারত ম্যাচের প্রাথমিক দলে কারা?

আফগানিস্তান ম্যাচ শেষে ৪০তম জন্মদিন পালনের জন্য নিজ দেশে উড়াল দিয়েছেন ইংলিশ কোচ জেমি ডে। যাওয়ার আগে দিয়ে গেছেন নির্দেশনা। তার পছন্দ মেনেই কাতার ও ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রাথমিক দলে চমক হয়ে এসেছে পাপ্পু আহমেদের নাম। প্রায় তিন বছর বাদে জাতীয় দলের আবহে ফিরলেন মোহামেডানের এ গোলরক্ষক। সবশেষ প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফিনিশিংয়ের ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই সংকট কাটাতে ডাক পেয়েছেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। সুযোগ ধরে রেখেছেন ডিফেন্ডার মনজুর রহমান মানিক।

১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে নামবে বাংলাদেশ। পাঁচদিন পর কলকাতায় ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও পাপ্পু আহমেদ।
ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত, মনজুর রহমান মানিক।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, জুয়েল রানা ও তৌহিদ আলম সবুজ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস