করোনা শঙ্কায় রাখছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজকে

২০২০-২১ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফির সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস সূচি ঠিক থাকবে বলে আশা প্রকাশ করলেও একইসঙ্গে শঙ্কাও জানিয়েছেন। বলেছেন, যেকোনো সময় করোনাভাইরাসের কারণে পিছিয়ে যেতে পারে সিরিজ।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, ভেন্যু সংখ্যা কমিয়ে এবার সিরিজ আয়োজন করতে চাইছে সিএ। সেক্ষেত্রে হয়তো একটি বা দুটি ভেন্যুতে হবে টেস্টগুলো।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সংবাদ সম্মেলনে যদিও পরিস্থিতি অনুকূলে আছে বলে জানিয়েছেন কেভিন রবার্টস। সব ঠিক থাকলে সময়মতই সিরিজ আয়োজন হবে আশাবাদ তার। তবে ভেন্যু সংখ্যা কম হবে কিনা তা নিয়ে কিছু নিশ্চিত করতে পারেননি।

৩ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১১ ডিসেম্বর থেকে, অ্যাডিলেডে। এটিই হবে দেশের বাইরে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্ট।

এরপর বক্সিং-ডে টেস্ট মেলবোর্নে ও নববর্ষের পর সিডনিতে হওয়ার কথা সিরিজের শেষ ম্যাচটি। টেস্টের পর তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে দুদলের।

অস্ট্রেলিয়া-ভারত সিরিজওয়ার্নারকোহলিলিড স্পোর্টস