ব্রিটিশ করোনা ভ্যাকসিনের তথ্য চুরি করতে চেয়েছিলো নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার হ্যাকাররা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্রিটিশ করোনভাইরাস ভ্যাকসিন প্রস্তুতে কাজ করা অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে সাইবার অ্যাটাক চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে হ্যাকার দল ভ্যাকসিন তৈরির তথ্য চুরি করতে চেয়েছিলো।

দুইটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে: উত্তর কোরিয়ার হ্যাকাররা ভুয়া চাকরির অফার ‍দিয়ে করোনাভাইরাস গবেষণায় কর্মরত ব্যক্তিদেরসহ অ্যাস্ট্রাজেনেকা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে। তারা তাদের এ কাজের জন্য নেটওয়ার্কিং সাইট লিংকডইন এবং হোয়াটসঅ্যাপকে ব্যবহার করেন।

আরও বলা হয়েছে: নর্থ কোরিয়ার সন্দেহভাজন হ্যাকাররা শুরুতে চাকরির অফার দিয়ে কিছু নথি পাঠিয়েছিল, এক্ষেত্রে তারা রাশিয়ান ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করেছে। হ্যাকারদের পক্ষ থেকে কম্পিউটারে অ্যাক্সেস নেওয়ার জন্য বিশেষ ধরনের কোড ব্যবহার করা হয়েছে।

করোনাকরোনাভাইরাস