করোনা নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু পুলিশ কর্মকর্তার

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২ জন সদস্য করোনায় জীবন হারালেন। 

এসআই মোঃ মোশাররফ হোসেন শেখ (৫৬) করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শুক্রবার সন্ধ্যা থেকে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে মারা যান তিনি।

মোশাররফ হোসেন ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকার সুফিয়ানের মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরের নুরুদ্দিনপুর গ্রামে।

করোনা পজিটিভ এসআই মোশাররফ শুক্রবার প্রথমে পুলিশ লাইন হাসপাতালে যান। তারপর তাকে মিশন হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোঃ মোশাররফ হোসেন শেখের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২ জন বীর সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

এ পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৫ জন। মারা গেছেন ৪৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬১৯০ জন।

এসআইকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপুলিশরাজশাহী