করোনার বিস্তার ঠেকাতে দৃঢ় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিনের বিস্তার ঠেকাতে দৃঢ়ভাবে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এর আগে সংস্থাটির প্রধান, টেড্রোস অ্যাডহ্যানম সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসের মহামারি ঠেকানোর সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। প্রাণঘাতী এ ভাইরাসের সম্ভাব্য মহামারী ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।

চীনে এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা ২৬শ’ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৭৭০০০ মানুষ। চীনের বাইরে ৩০টি দেশে মরণব্যাধি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নতুন করে ইরাক, আফগানিস্তান, কুয়েত, ওমান ও বাহরাইনে প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে।

সাউথ কোরিয়া, ইরান ও ইটালিতে বর্তমানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইটালিতে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইটালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

করোনাকরোনা ভাইরাসচীনজাতিসংঘজাতিসংঘ মহাসচিব