করোনাভাইরাস: বাংলাদেশকে ২৫ কোটি টাকা দিচ্ছে সুইজারল্যান্ড

মহামারী কোভিড-১৯ করোনাভাইরাসের সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপ সমূহে সহায়তার জন্য ২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদানের ঘোষণা দিয়েছে।

এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে দেশটি।

বিশ্ব মহামারী করোনা খুব ধীরে বাংলাদেশে বিস্তৃত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫৮ জন করোনা রোগী। মারা গেছে ৩ জন। সর্বমোট করোনা আক্রান্ত হয়েছে ৪৭৮ জন। মোট মারা গেছে ৩০জন।

করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ইতোমধ্যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

করোনাভাইরাসবাংলাদেশ সরকারসুইজারল্যান্ড