করোনাকে হারানোর উপায় জানিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন মোদি

করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লীর এইমসে গিয়ে ভ্যাকসিন নেন তিনি। সেইসঙ্গে তিনি করোনাভাইরাসকে হারানোর উপায় জানিয়ে বার্তাও দেন।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভ্যাকসিন নেবার পরে এক টুইটবার্তায় মোদি বলেন, ‘আজ এইমসে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো ভ্যাকসিন। আপনি যদি ভ্যাকসিন পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। রেজিস্ট্রার করে নিন।’

এবার মোদিকে ভ্যাকসিন দেন পুদুচেরির নার্স পি নিবেদা এবং পঞ্জাবের নিশা শর্মা। নিবেদা মোদিকে প্রথম ডোজ দিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি কোভ্যাক্সিনের প্রথম ডোজ দিয়েছিলাম। আজ আমি তার সঙ্গে দেখা করা আরও একবার সুযোগ পেয়েছি। দ্বিতীয়বার ভ্যাকসিন দিতে পেরেছি। আমি অত্যন্ত খুশি এবারও। আমরা ওনার সঙ্গে ছবিও তুলেছি।’

গত ১ মার্চ এইমসে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন, অর্থাৎ প্রথম ডোজ নেওয়ার ৩৯ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিলেন মোদি।

করোনাভাইরাসনরেন্দ্র মোদি