কঠিন লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে গেলেন বোল্ট

সংবাদ সম্মেলন রুমে ঢুকেই দুষ্টুমি শুরু করলেন ট্রেন্ট বোল্ট। মাইক্রোফোন টেস্ট করলেন। কোমল পানীয়র বোতল সরালেন। তারপর চুটকি মেরে ইঙ্গিত দিলেন প্রশ্ন পর্ব শুরু করার। তবে সময় যত গড়াল, ততই গম্ভীর হলেন বোল্ট। বলে গেলেন, বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই হবে।

কার্ডিফে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি বাঁচা-মরার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে মোটেও খাটো করে দেখছে না নিউজিল্যান্ড। মাশরাফির দলকে সম্মানে রেখেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন কিউই পেসার।

বোল্ট অবশ্য সরাসরি ফেভারিট মানলেন না কাউকেই। আবার মনে করিয়ে দিলেন গত মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কিউইদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ যে ম্যাচটায় জিতেছিল, সেখানে তিনিসহ ছিলেন না বর্তমান দলটির অনেকেই, ‘অবশ্যই বাংলাদেশ যোগ্য দল। গত মাসে ত্রিদেশীয় সিরিজে জিতে এসেছে। তবে আমরা অনেকে সেই সিরিজ খেলিনি। কঠিন লড়াইই আশা করছি। ওদের ব্যাটসম্যানরা দারুণ খেলছে। বিশেষ করে তামিম ইকবাল। টপঅর্ডারে ভালো একজন ব্যাটসম্যান সে। আমাদের ভালো বোলার আছে। ভালো একটা লড়াই হবে আশা করি।’

গ্রুপ পর্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয়ই হারের মুখ দেখেছে একটি করে ম্যাচে। আরেকটি করে ম্যাচ বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে দুদলের ঝুলিতেই একটি করে পয়েন্ট। কার্ডিফের ম্যাচটি তাই দুদলের জন্যই বাঁচা-মরার। সেটিতে আরো উত্তাপ দিচ্ছে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ মানে সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে দুদলেরই এটি প্রথম ম্যাচ। সেটি খেলোয়াড়দের বিপদে ফেলবে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দিলেন বোল্ট, ‘মনে হয় না তেমন কিছু হবে। আমাদের জন্য একটু ভালো সুবিধাই আছে। আবার বাংলাদেশও তাদের কাজটা ঠিকঠাক সেরে রাখবে। নতুন পরিবেশ কঠিন হলেও অন্য রকম কিছু হবে না।’

বোল্ট হয়ত জানেন না এই কার্ডিফেই ১২ বছর আগে ক্রিকেটবিশ্ব কাঁপানো জয় পেয়েছিলেন মাশরাফিরা। তখনকার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই জয়কে এখনো ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। শুক্রবার বাংলাদেশ যদি আরেকবার জ্বলে ওঠে, তাতে কপাল পুড়বে নিউজিল্যান্ডের। আর টাইগারদের সুযোগ থাকবে প্রথমবারের মত বৈশ্বিক কোন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার।

ট্রেন্ট বোল্ট