ওয়েবে থাকলেও চুক্তি ‘প্রকাশ’ করতে বলছে বিএনপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে এখনই সফল বা ব্যর্থ বলছে না বিএনপি। তবে তিস্তা চুক্তি না হওয়ায় হতাশা প্রকাশ করে বাংলাদেশ সরকারকে দায়ি করেছে তারা।

দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন মোদির সফর নিয়ে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরেন।

ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি দু’দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে শুধু শিরোনাম আকারে থাকলেও, সেগুলোর বিস্তারিত জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তিনি।

বিএনপি কোনো ধরণের সন্ত্রাসবাদকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন দলের মুখপাত্র।

বিএনপিমোদির বাংলাদেশ সফর