ওয়ার্নারের জায়গায় অধিনায়ক উইলিয়ামসন

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হলেন কেন উইলিয়ামসন। বল টেম্পারিংকাণ্ডের জেরে ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ। খেলতে পারবেন না আইপিএল। তাই কিউই অধিনায়কের উপরেই আস্থা রাখল হায়দরাবাদ ফ্রাঞ্চাইজি।

দুঃসময়ে ওয়ার্নার প্রথম পাশে পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকেই। কিউই তারকার মতে সবাই যেভাবে বলছে ওয়ার্নার ততটা খারাপ না। এমনকি এই সময়ে তিনি যোগাযোগও রেখেছেন ওয়ার্নারের সাথে।

হায়দরাবাদের টুইটে বলা হয়েছে, ‘‌২০১৮’র আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।’‌

পাল্টা টুইট করে উইলিয়ামসন জানিয়েছেন, ‘‌আসন্ন মৌসুমে অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে। একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ পাব। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।’‌

বুধবারই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল এবারের আইপিএলে অংশ নিতে পারবেন না স্মিথ এবং ওয়ার্নার।’

ওয়ার্নারের আগে আরেক ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব ছাড়েন স্টিভ স্মিথ। তিনিও এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। দুই ক্রিকেটার নির্বাসিত থাকায় তাদের পরিবর্ত নিতে পারবে রাজস্থান ও হায়দরাবাদ।

কেন উইলিয়ামসনডেভিড ওয়ার্নারবল টেম্পারিং