ওমিক্রনের উপ-ধরন বেশি সংক্রামক, কিন্তু মারাত্মক নয়: ডেনমার্ক

ডেনমার্কে ব্যাপকভাবে বিস্তার লাভ করা করোনার ওমিক্রন ধরনের উপ-ধরন বিএ.২ এর সাধারণ উপ-ধরন বিএ.১ থেকে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন ডাচ স্বাস্থ্যমন্ত্রী ম্যাগনাস হিউনিক।

তিনি আরও বলেন, তবে এই উপ ধরনটির মারাত্মক প্রভাব নিয়ে কোন প্রমাণ পাওয়া যায়নি। দুটো উপ-ধরনেই হাসপাতালে চিকিৎসা নির্ভরতার মাত্রা কম।

স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

পৃথিবীব্যাপী বিএ.১ উপ-ধরনটি ৯৮ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্তের পেছনে দায়ী করা হয়। তবে ডেনমার্কে বিএ.২ ধরনের আধিপত্য রেকর্ড করা হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে দেশটিতে এ উপ-ধরনের আধিক্য লক্ষ্য করা গেছে।

প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, বিএ.২ উপ-ধরনটি বিএ.১ উপ- ধরনের চেয়ে দেড়গুণ বেশি সংক্রামক।

বিএ.২ ধরনটি ডেনমার্ক বাদেও ব্রিটেন, সুইডেন ও নরওয়েতে পাওয়া গেছে। তবে ডেনমার্কের মতো এতোটা সংক্রমিত হয়নি।

যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য এ উপ-ধরনটি ওমিক্রনে অন্য উপ-ধরনের মতোই কম প্রভাব রাখতে পারে।

 

ওমিক্রনকরোনাভাইরাস