ওজিলের বক্তব্যের জেরে আর্সেনাল-ম্যানসিটি ম্যাচ বর্জন

উইঘুরে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। জেরে রোববার বাংলাদেশ সময় ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া আর্সেনাল-ম্যানচেস্টার সিটি ম্যাচটি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে চায়নার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উইঘুরে মুসলিম নির্যাতন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছিলেন ওজিল। উইঘুর মুসলিমদের প্রশংসা করে জার্মান ফুটবলারের বক্তব্য ছিল, ‘নির্যাতন সহ্য করে যাওয়া যোদ্ধা’। একইসঙ্গে নীরব থাকা মুসলিম বিশ্ব ও চায়নার সমালোচনাও করেন তিনি।

জার্মান মিডফিল্ডারের এ বক্তব্যকে ‘অসত্য’ এবং ‘হতাশাজনক’ আখ্যা দিয়েছে চায়নার নিয়ন্ত্রণাধীন পত্রিকা দ্য গ্লোবাল টাইমস। একইসঙ্গে এ বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও চায়নার ফুটবল সমর্থকদের ‘হৃদয়ে আঘাত লেগেছে’ বলেও দাবী পত্রিকাটির।

সিসিটিভি প্রিমিয়ার লিগের অন্যসব ম্যাচ দেখালেও আর্সেনালের নামে নেমে আসতে পারে বড় রকমের খড়গ। গত অক্টোবরে একই রকমের এক বক্তব্যের কারণে বড় রকমের ক্ষতির মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল অ্যাসোসিয়েশন। অনেকটা নিরুপায় হয়ে ওজিলের বক্তব্যকে ‘অরাজনৈতিক’ বলে বিবৃতি দিয়েছে আর্সেনাল।

আর্সেনাল