এসএ গেমস: নেপাল গেলেন সৌম্য-শান্তরা

সালমা খাতুনের দল পৌঁছে গেছে আগেই। এবার সাউথ এশিয়ান (এসএ) গেমসে অংশ নিতে নেপাল গেল ছেলেদের ক্রিকেট দল। দুই বিভাগেই সোনা জয়ের লক্ষ্য বাংলাদেশের।

আট বছর পর এসএ গেমসে ফিরেছে ক্রিকেট। সবশেষ ২০১০ সালে ঘরের মাঠের আসরে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতেছিল ছেলেরা।

অনূর্ধ্ব-২৩ দল এই প্রতিযোগিতায় অংশ নিলেও বয়সসীমার বাইরের তিনজনকে নেয়ার সুযোগ থাকে। সেই সুযোগে দলে রাখা হয়েছে ইমার্জিং এশিয়া কাপে খেলা জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে।

জাতীয় দলে খেলেছেন স্কোয়াডে এমন ক্রিকেটারের সংখ্যাটা ছয়। চোটের কারণে ছিটকে গেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৬ ডিসেম্বর টাইগারদের প্রতিপক্ষ ভুটান। ৭ ডিসেম্বর নেপাল ও ৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৯ ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। একইদিনে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মানিক খান, মেহেদী হাসান রানা, সৌম্য সরকার, মেহেদী হাসান ও হাসান মাহমুদ।

এসএ গেমস-২০১৯বাংলাদেশ ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসশান্তসাইফসৌম্য