এল ক্ল্যাসিকো স্থগিত

কাতালোনিয়া বিক্ষোভের জন্য এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনে রাজি ক্যাম্প ন্যু, কিন্তু ভেন্যু বদলে সায় নেই তাদের। বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লিখে ক্ল্যাসিকোর দিন বদলের জন্য দরবার করেছিল বার্সেলোনা। কারণ, যেদিন এল ক্ল্যাসিকো, সেই ২৬ অক্টোবর স্বাধীন কাতালোনিয়ার জন্য লড়তে থাকা নেতারা বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। ফলে সেদিন অশান্তি অবশ্যম্ভাবী। অবস্থা বেগতিক দেখে আপাতত ক্ল্যাসিকো স্থগিতই করেছে লা লিগা কর্তৃপক্ষ।

শুক্রবার স্থগিত হলেও এল ক্ল্যাসিকোর নতুন তারিখ ঠিক হয়নি। নতুন তারিখ ঠিক করতে আগামী সোমবার (২১ অক্টোবর) মিটিংয়ে বসবে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

ন্যু ক্যাম্প থেকে সরিয়ে এল ক্ল্যাসিকো রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে নেয়ার যে প্রস্তাব স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ, বিবৃতিতে সেই প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে।

বর্তমানে যা পরিস্থিতি, তাতে বার্সেলোনার বিমানবন্দর বন্ধ। দফায় দফায় সংঘর্ষ চলছে স্বাধীনতা পন্থীদের সঙ্গে পুলিশের। ২০১৭ সালে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব কমেনি। দু’বছর পর আবার বিক্ষোভ চরম মাত্রা নিয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতার পেছনে মূল ভূমিকা ছিল এমন নয়জন রাজনৈতিক নেতাকে চলতি সপ্তাহে নয় থেকে তের বছরের জেলখাটার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। নেতাদের এমন শাস্তির প্রতিবাদে উত্তাল কাতালোনিয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকেই বার্সেলোনার বিমানবন্দর বন্ধ করতে হয়েছিল। বুধবার থেকে আবার তা বন্ধ। দু’দিন ধরে দেশের নানা প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটছে। বৃহস্পতিবার বার্সেলোনার বিভিন্ন রাস্তায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও।

কাতালান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বার্সা জানিয়েছে এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনের কথা। লা লিগা কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে, ক্ল্যাসিকোর হোম-অ্যাওয়ে ক্রম এবার বদল করা হোক। অর্থাৎ, অক্টোবরের লেগটা মাদ্রিদে ম্যাচ হোক, মার্চে ক্যাম্প ন্যুতে। কিন্তু এই প্রস্তাব বার্সা মানছে না। তারা দিন বদলের পক্ষে।

কাতালান সংবাদমাধ্যমের খবর, বার্সেলোনা যেটা চাইছে সেটা হল, ওই মিছিলের দিন এল ক্ল্যাসিকো যাতে না হয়। ২৬ অক্টোবরের পরিবর্তে অন্যকোনো দিন হোক, তাতে আপত্তি নেই বার্সার।

বার্সেলোনার পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছে, খেলোয়াড়দের একটু স্বস্তি দিতেই তারা সূচি বদল চাইছে। তারা বলেছে, প্রাগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে ফেরার পরই এল ক্ল্যাসিকো, তাই তাদের একটি সময় দিতে চাইছেন তারা। আবার ভেন্যু বদলে সায় নেই রিয়াল মাদ্রিদেরও। সব মিলিয়ে, এল ক্ল্যাসিকো নিয়ে জট তুঙ্গে।

শুক্রবার স্থগিত হওয়া ম্যাচের তারিখ ঠিক না হলেও স্প্যানিশ মিডিয়ার খবরে ম্যাচের সম্ভব্য দিন হিসেবে ৭ ডিসেম্বরের কথা হচ্ছে। তবে এরইমধ্যে ক্ল্যাসিকোর তারিখ এবং ভেন্যু বদলের বিরুদ্ধে কথা বলেছেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে।

কাতালান কোচ বলেছেন, ‘ম্যাচটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। অনেকে আবার ক্যাম্প ন্যু থেকে ভেন্যু সরিয়ে মাদ্রিদের কথা বলছে। তবে আমরা তেমনটা দেখছি না।’

এল ক্ল্যাসিকোর নিয়ে জটের মধ্যেই শনিবার লা লিগায় মাঠে নামতে যাচ্ছে রিয়াল-বার্সা। অ্যাওয়ে ম্যাচে এইবারের বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা, আর মায়োর্কার অ্যাওয়ে ম্যাচে নামবে জিদানের দল।

এল ক্ল্যাসিকোকাতালান সংকটবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস