এরশাদের আসন পেতে চায় তিন দলই

রংপুর উপ-নির্বাচন

দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ সদর আসনটি উপ-নির্বাচনেও নিজেদের দখলে রাখতে চায় জাতীয় পার্টি।

তবে ২৮ বছর পর এ আসন আবার নিজেদের করতে চায় আওয়ামী লীগ। জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার শ্লোগান নিয়ে মাঠে নেমেছে বিএনপিও।

১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৮ বছর রংপুর-৩ সদর আসনে এমপি থেকে চলতি বছরের ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার মৃত্যুর পর থেকেই নির্বাচনী প্রচারে নামেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, এরশাদের ছেলে সাদ এরশাদসহ এরশাদ পরিবারের সদস্যরা।

জাতীয় পার্টির দূর্গের কেন্দ্রে আঘাত হেনে তা দখলে নিতে আওয়ামী লীগের সম্ভাব্য দেড় ডজন প্রার্থী নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফিসহ আরও অনেকে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শ্লোগানে নির্বাচনে অংশ নিতে সদর আসন এবং নগরজুড়ে প্রচারে নেমেছেন বিএনপি নেতারাও। মহানগর বিএনপি’র সহ-সভাপতি কাওসার জামান বাবলাকে প্রচারণার উদ্দেশ্যে মাঠে দেখা গেছে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

রংপুর উপ-নির্বাচনরংপুর-৩হুসেইন মুহম্মদ এরশাদ