এরশাদের আসনে জোটগতভাবে উপ-নির্বাচন হবে: রাঙ্গা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে রংপুর-৩ সদর আসন এরশাদকে ছেড়ে দেয়ায় উপ-নির্বাচনে সহযোগিতা করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন: জাতীয় পার্টি মহাজোটের শরীক দল হওয়ায় এ আসনে নির্বাচন জোটগতভাবে হবে এবং পার্লামেন্টরী বোর্ড আগ্রহী প্রার্থীদের আবেদন ও মাঠের অবস্থা বিশ্লেষণ করে মনোনয়ন দেবে।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহেলাম উপলক্ষে রংপুরের পল্লী নিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এরশাদের ছেলে সাদ এরশাদ, জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সেলিম ওসমান, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যরা।

এরশাদের চেহলাম উপলক্ষে রংপুরের ১৮টি স্থানে দোয়া, কাঙালী ভোজের আয়োজন করা হয়।

এরশাদরংপুর