এবার উপস্থাপক রেজওয়ানা চৌধুরী বন্যা

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার উপস্থাপনা করছেন। অনুষ্ঠানের নাম ‘রবির ছায়া’। গ্রন্থনা, গবেষণা ও পরিচালনা করছেন তিনি। বললেন, ‘গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জীবনটা আমরা তুলে ধরার চেষ্টা করছি।’ আগামীকাল বাইশে শ্রাবণ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইয়ে।

রেজওয়ানা চৌধুরী বন্যা এর আগে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। ভারতের ইটিভি বাংলায়, অনুষ্ঠানটির নাম ‘অনেক দিনের আমার যে গান’। বললেন, ‘ওটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান নির্ভর। আর গ্রন্থনা ছিল অন্যজনের। তবে এবার আমি নিজেই গ্রন্থনা–গবেষণা, দুটো কাজ করছি।’

আর ‘রবির ছায়া’ নিয়ে বললেন, ‘রবীন্দ্রনাথের ছায়া তার গানে। গানের সাথে রবীন্দ্রনাথের সম্পৃক্ততা, গানের সাথে তার সম্পর্ক—এই সবই তুলে ধরছি।’

এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন, ‘এখন অনেক রকম অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথকে নানা দিক থেকে আলোকপাত করা হয়। কিন্তু আমার এই অনুষ্ঠানটি শতভাগ গবেষণাধর্মী। যারা রবীন্দ্রনাথের গান করেন, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, তারা এখান থেকে নানা রসদ পাবেন।’

বন্যা আরও বললেন, ‘রবীন্দ্রনাথের জীবনটা জানতে গেলে কালানুক্রমিক ভাবে জানতে হবে। রবীন্দ্রনাথের সংগীতজীবনের যে যাত্রা, সেটা জানতে গেলে সেই ১৬ বছর থেকে শুরু করে তার মৃত্যুর আগে পর্যন্ত দেখতে হবে। এই অনুষ্ঠানে আমি পুরো সময়টাকে ধরার চেষ্টা করেছি।’

‘রবির ছায়া’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শহিদুল আলম সাচ্চু। তিনি বলেন, ‘বছরখানেক ধরে এই অনুষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে। শুরুতে আমরা ২৬ পর্ব ধারণ করছি। প্রতি সপ্তাহে প্রচারিত হবে। এই অনুষ্ঠানটি সংরক্ষণ করা হবে। অনুষ্ঠানটি দেখে এ সময়ের তরুণ প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথকে নতুন করে আবিস্কার করতে পারবেন।’

বাইশে শ্রাবণ প্রচারিত হবে ‘রবির ছায়া’র প্রথম অনুষ্ঠান। এবারের পর্ব ‘শেষ যাত্রা’। রেজওয়ানা চৌধুরী বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা কেমন ছিল, ওই সময়ের তার অনুভূতি, সেই ভাবনা থেকে।’

ছবি: ওবায়দুল হক তুহিন

চ্যানেল আইরেজওয়ানা চৌধুরী বন্যা