এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ

এখন পর্যন্ত যে কয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে তাতে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা।

এরই মধ্যে হাতে এসে পৌঁছেছে বেশ কিছু কেন্দ্রের ফলাফল। জেনে নিন এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন আসনে কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছেন।

কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম পেয়েছেন ১,১৮,২০৩ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন ৩১৬৮ ভোট।

কিশোরগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী রেজওয়ান আহমেদ পেয়েছেন ৬৪,৬৫৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. ফজলুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৫৫৮ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী শেখ হাসিনা পেয়েছেন ৯,৮৭৫ ভোট।

নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গল প্রতীকে একেএম সেলিম ওসমান পেয়েছেন ২,১৩১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এস এম আকরাম পেয়েছেন ২৮১ ভোট।

কুমিল্লা-১১ আসনের ২টি কেন্দ্রে মুজিবুল হক (নৌকা) পেয়েছেন ৬,১১৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ড. আব্দুল্লাহ মো. তাহের (ধানের শীষ) পেয়েছেন ১০ ভোট।

কুষ্টিয়া-১ (২ কেন্দ্র): সরওয়ার জাহান (নৌকা) পেয়েছেন ৩৩৩৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজা আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ৩৮ ভোট।

কুষ্টিয়া-৩ (৩ কেন্দ্র): মাহবুব উল আলম হানিফ (নৌকা) পেয়েছেন ৯৯৩৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন সরকার (ধানের শীষ) পেয়েছেন ৯০ ভোট।

ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা) ১৭,৪৭৬ ভোট পেয়ে এগিয়ে, নাজীমুদ্দিন আলমের (ধানের শীষ) ভোট ২৮১।

গাজীপুর-৩ (২ কেন্দ্র): ইকবাল হোসেন সবুজ (নৌকা) ৫৯৫০ ভোট পেয়ে এগিয়ে, ইকবাল সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ১২৬ ভোট।

নাটোর-২: শফিকুল ইসলাম শিমুল (নৌকা) ১৩,২৫৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী: সাবিনা ইয়াসমীন সুমি (ধানের শীষ) ৪৭৩ ভোট।

মানিকগঞ্জ-১: নাইমুর রহমান দুর্জয় (নৌকা) ৪৯৫৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী: খন্দকার আব্দুল হামিদ ডাবলু (ধানের শীষ) ২৫৬০ ভোট।

মেহেরপুর-১: অধ্যাপক ফরহাদ হোসেন (নৌকা) ১৯,৭৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী: মাসুদ অরুণ (ধানের শীষ) ১,০৪০ ভোট।

চট্টগ্রাম-১২: সামশুল হক চৌধুরী (নৌকা) ২১,৭৫৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী: মো. এনামুল হক (ধানের শীষ) পেয়েছেন ৬,৪৬০ ভোট।

আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচননির্বাচনফলাফল