এক ওয়ার্নারেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। একটিতেও ডেভিড ওয়ার্নারকে আউট করতে পারল না শ্রীলঙ্কা। ওয়ার্নারের মতো সিরিজে অপরাজিত থাকল তার দলও। এ ওপেনারের দাপটে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় তথা শেষ ম্যাচে মালিঙ্গার দলকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা।

প্রথম ম্যাচে তুলে নেন প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি সেঞ্চুরি। পরের ম্যাচে অপরাজিত ৬০ রান। শুক্রবার ওয়ার্নার করেন ৫৭ রান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কয়েকদিন আগে টি-টুয়েন্টির একনম্বর দল পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে এবার নিজেরাই শিকার হল একই পরিণতির।

শ্রীলঙ্কার দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওয়ার্নারের ৬৯ রানের জুটি। এরপর অবশ্য ৩০ রানের ব্যবধানে ৩টি উইকেট তুলে কিছুটা আশা জাগিয়েছিল লঙ্কানরা। কিন্তু চতুর্থ উইকেটে অ্যাশ্টন টার্নারের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে জয় পেতে কোনো সমস্যা হয়নি অজিদের। ১৪ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৫০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজান। এছাড়া অধিনায়ক ফিঞ্চের ব্যাট থেকে এক চার ও তিন ছক্কায় আসে ৩৭ রান। দুটি ছক্কায় টার্নার ২২ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা, লাহিরু কুমারা ও নুয়ান প্রদীপ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুশল পেরেরার ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পেরেরা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিতে পারেননি। ৪৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আভিস্কা ফার্নান্ডোর ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন।

ওয়ার্নারলিড স্পোর্টস