এএফসিতে বাংলাদেশের গ্রুপে জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া

টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে বাংলাদেশ। আসল মঞ্চে উঠে কঠিন সব দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মারিয়া মান্ডার দল।

থাইল্যান্ডের চোনবুরিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের ড্র। তাতে গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী জাপান, অস্ট্রেলিয়া ও স্বাগতিক থাইল্যান্ড।

গ্রুপ ‘বি’তেও হবে প্রবল লড়াই। সে গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া, রানার্সআপ সাউথ কোরিয়া, ভিয়েতনাম ও চায়না।

গতবারের আসরে বাছাইপর্ব খেলে সরাসরি মূল পর্বের টিকিট পেয়েছিল বাংলাদেশ। এবার ফরম্যাট পরিবর্তন হওয়ায় বাছাইপর্ব, দ্বিতীয় পর্ব খেলে মূল পর্বে উঠতে হয়েছে লাল-সবুজ কিশোরীদের।

এএফসির সেরা দুই দল সরাসরি খেলবে ২০২০ সালের অনূর্ধ্ব-১৭ ভারত বিশ্বকাপে। তৃতীয় দলের জন্যও থাকবে সুযোগ। সেক্ষেত্রে দলটিকে খেলতে হবে প্লে-অফ।

লিড স্পোর্টস