এই মোস্তাফিজ এখন রোহিতেরও স্বস্তি

ফাইনাল উত্তেজনার পারদ তখন চরমে পৌঁছেছে। ৩ ওভারে ৩৫ চাই ভারতের। ডাক পড়ল মোস্তাফিজুর রহমানের। ১৮তম ওই ওভারে ভারতকে ছিটকে দেয়ার মঞ্চ গড়ে দিয়েছিলেন ফিজ। কেবল একটি রান আসে, সেটিও বাই থেকে। পরে ম্যাচ জিতেছে রোহিতের দলই। হারা প্রতিপক্ষের মোস্তাফিজকে ওরকম ম্যাজিক্যাল রূপে দেখে এখন স্বস্তি ভারত অধিনায়কেরও। আইপিএলের এবারের আসরে রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সেই যে খেলবেন টাইগার পেসার!

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম কাটানোর পর মোস্তাফিজের এবারের গন্তব্য মুম্বাই ইন্ডিয়ান্স। নিধাস ট্রফির ফাইনালে ৪ ওভারে ২১ রান দিয়েছেন কাটার মাস্টার। ১৮তম ওভারে দলের খুব প্রয়োজনে ছিলেন দুর্দান্ত। ছিটকে দিচ্ছিলেন ভারতকে!

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভারত জিতলেও মোস্তাফিজের সেই ওভার চোখে লেগে আছে রোহিতের। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের আশা জাতীয় দলের ফর্ম আইপিএলেও টেনে নেবেন ফিজ।

‘মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে পেয়ে আমি উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সে দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। আশা করি, মুম্বাই ইন্ডিয়ান্সেও সে ভাল করবে।’

নিধাস ট্রফিমোস্তাফিজরোহিতলিড স্পোর্টস