উড়ল ম্যানইউ, পিএসজিকে জেতালেন নেইমার

নক আউটে চেলসিও

চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত জয় তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাক্সেহিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে রেড ডেভিলরা। একই গ্রুপে নেইমারের গোলে টেনেটুনে জিতেছে পিএসজি।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপে বাসাক্সেহিরের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলেছে ম্যানইউ। অন্য ম্যাচে আরবি লেইপজিগের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি।

ম্যাচের সপ্তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের গোলে লিড দেয় ম্যানইউ। পর্তুগিজ মিডফিল্ডার ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

ব্রুনোর জোড়া গোলে এগিয়ে ম্যাচের ৩৫ মিনিটে স্পটকিকে ৩-০ করেন মার্কাস র‍্যাশফোর্ড।

মধ্যবিরতি থেকে ফিরে ৭৫ মিনিটে ফ্রি-কিকে একটি গোল শোধ দেন অতিথিদের ডেনিস তুরুচ।

আর যোগ করা সময়ে ড্যানিয়েল জেমস চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন স্বাগতিকদের।

এই গ্রুপে ৪ ম্যাচে ৯ পয়েন্টে শীর্ষে ম্যানইউ। পিএসজির পয়েন্ট ৬, তারা দুইয়ে।

জার্মান দল লেইপজিগের বিপক্ষে ১-০ গোলের জয় তোলা পিএসজিকে ১১ মিনিটে মহামূল্যবান গোলটি এনে দেন নেইমার।

প্রথম লেগে লেইপজিগের মাঠে ২-১ গোলে হেরে আসা ফরাসিরা শুরুতেই পায় পেনাল্টি। ডি মারিয়াকে ফাউল করে অতিথিরা। স্পটকিকে গোল আনেন নেইমার।

রাতের আরেক ম্যাচে, বদলি নামা অলিভিয়ের জিরুদের শেষ মুহূর্তের গোলে নক আউটে গেছে চেলসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা ‘ই’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে রেনেসঁকে। ক্যালুম হাডসন-ওডোই অন্য গোলটি করেন।

চেলসিচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিম্যানইউলিড স্পোর্টস