উড়ন্ত বায়ার্নকে হতাশায় ডুবিয়েছে দ্বিতীয় বিভাগের দল

ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে গত মৌসুমে দ্বিতীয়বার ট্রেবল জিতেছে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমেও লিগ-চ্যাম্পিয়ন্স লিগে তাদের দাপট অব্যাহত। বুন্দেসলিগায় মৌসুমে কোনো ম্যাচ হারেনি হান্সি ফ্লিকের দল। তারাই বুধবার পথ হারাল, দ্বিতীয় বিভাগে খেলা হোলস্টেইন কিয়েলের কাছে হেরে ছিটকে গেছে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই!

দুবার এগিয়ে থেকেও হার এড়াতে পারেনি বায়ার্ন। পুঁচকে হোলস্টেইন ঠিকই ফিরেছে সমতায়, যার শেষ আবার ৯৫ মিনিটে! এরপর টাইব্রেকে খেলা গড়ানোর পর মার্ক রোকা পেনাল্টি মিস করলে ৬-৫ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয়। ২০০০ সালের পর এই প্রথম দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ল বায়ার্ন।

হোলস্টেইন কিয়েলের কৃতিত্ব এখানেই শেষ নয়। সবশেষ একযুগ আগে জার্মান কাপে টাইব্রেকে নামতে বাধ্য হয়েছিল বায়ার্ন। দ্বিতীয় বিভাগের দল হয়েও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পেনাল্টি শুটআউটে ঠেলে দিতে বাধ্য করেছে কিয়েল।

ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পর ৯৫ মিনিটে গোল হজম করার বিষয়টি মাথায় নিতে পারছেন না ফ্লিক। অবশ্য কিয়েলকে অভিনন্দন জানাতেও ভোলেননি প্রতিপক্ষ কোচ, ‘আমরা এখনো ঘোরের মধ্যে আছি। এবং খুবই হতাশ, আমরা ট্রেবল জয়টাকে ধরে রাখতে চেয়েছিলাম।’

‘প্রতিপক্ষকে চেপে ধরবো, এটাই ছিল লক্ষ্য। একদম শেষ সময়ে গোল হজম করাটা রাগ হওয়ার মতোই। অভিনন্দন কিয়েলকে, তারা আসলেই সত্যিকারের লড়াইটা করেছে, নিজেদের লক্ষ্য তারা ছিল অবিচল।’

বায়ার্ন মিউনিখলিড স্পোর্টস