ঈদে মহাসড়কে কোনো ভোগান্তি হবে না: ওবায়দুল কাদের

আসন্ন ঈদে মহাসড়কে কোন ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তেজগাঁও সড়ক ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, বিগত বছরগুলো থেকে এবার মহাসড়কের অবস্থা সন্তোষজনক।

ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নতুন সেতু নির্মিত হওয়ায় এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও গাজীপুর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার পথে অন্যবারের তুলনায় ভোগান্তি কম হবে।

এবারের ঈদে বিআরটিসির বহরে নতুন-পুরনো মিলিয়ে ১১`শ বাস যুক্ত হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  পুরনো লক্কর ঝক্কর গাড়ি রাস্তায় না নামাতে মালিকদের প্রতি আহবান জানান তিনি।
এসময় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলটি অযথাই রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী