ইমেইল ফাঁস, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনিকে?

পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনি ডেপকে। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইল দেখে এমনটাই মনে করা হচ্ছে।

ইমেইলে ২০১৬ এর একটি ঘটনার কথা উল্লেখ করা আছে যখন পুলিশের কাছে একটি ফোন কল গিয়েছিল। সেই কলে ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। দাবি করেছিলেন ডেপের বাড়ি থেকেই ফোন করেছেন তিনি। জনি ডেপের লিগ্যাল টিম অ্যাডাম ওয়াল্ডম্যান, বেন চিউ ও ক্যামিলি ভাসকুয়েজের মাঝে আদানপ্রদান হওয়া এই মেইলে ২০১৬-এর সেই ঘটনাটিকে মিথ্যা বলা হচ্ছে। এবং বলা হয়েছে, ডিভোর্স লয়্যারের সঙ্গে আলোচনা করে কাহিনী সাজিয়ে পুলিশকে ফোন করেছিলেন অ্যাম্বার।

ইমেইলে বলা হয়েছে অ্যাম্বার হার্ড সাহায্য চাইতে ফোন করেছিলেন জোশ ড্রিউ-এর প্রাক্তন স্ত্রী পেনিংটনকে। পুরো বিষয়টি ছিল মিথ্যা ও সাজানো। তারা পরিকল্পিত উপায় অভিনেতাকে ফাঁসাতে চেয়েছিলেন। সেই সময়ে জনি বাড়িতে একাই লুকিয়ে ছিলেন। অ্যাম্বার সেখানে ছিলেনই না। পাহারাদাররাও বিষয়টি নিশ্চিত করেছে। ইমেইলে ইলন মাস্কের সঙ্গে অ্যাম্বার হার্ডের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও লেখা আছে।

জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন অ্যাম্বার। অ্যাম্বারের এই অভিযোগে জনি ডেপের সুনাম, অর্থ, ক্যারিয়ার সব হারাতে হয়।

সূত্র: কইমই

অ্যাম্বার হার্ডজনি ডেপলিড বিনোদন