ইভিএম ব্যবহারের পক্ষে নেই জাপা: এরশাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ইভিএম ব্যবহারের পক্ষে নেই বলে মন্তব্য করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

দুই দিনের সফরে রংপুরে যেয়ে বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সে সময় আওয়ামী লীগের দখলে চলে যাওয়া রংপুরের সকল আসন ফেরত নিতে তালিকা দেয়া হয়েছে বলে জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণ নিয়ে এরশাদ বলেন, ‘নির্বাচনে আসলে তারা কতটুকু সুবিধা করতে পারবেন সেটা তারাই ঠিক করে নির্বাচনে আসবেন।’

এছাড়া নির্বাচনকালীন সরকারে নিজে থাকার কথা বলেন এরশাদ।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবঃ মেজর খালেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইভিএমনির্বাচনহুসেইন মুহম্মদ এরশাদ