ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ

চোটের কারণে কলকাতায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান সাইফ হাসান। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন সাইফ। ম্যাচে আঙুলে চোট পান। সেই চোট সেরে ওঠেনি কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরুর আগে। জাতীয় দলের ফিজিও জানিয়েছেন একমাত্র বিশ্রামই পারে তাকে সুস্থ করে তুলতে। যে কারণে বাদ দেয়া হয়েছে স্কোয়াড থেকে।

প্রথম টেস্টে ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইডেন গার্ডেনসে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের জন্য বাংলাদেশ দলের নির্বাচকদের ভাবনায় ছিলেন সাইফ। চোটের কারণে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষা বাড়ল তার।

সাইফের জায়গায় এখনও বদলি খেলোয়াড় ঘোষণা করেনি বিসিবি। টেস্ট সিরিজ শুরুর আগে ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে দেশে ফিরে এসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ইডেন টেস্টবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টসসাইফ