আ. লীগ প্রতিবারই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, আন্দোলন-সংগ্রাম করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে।

মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সমৃদ্ধির উপর জোর দিয়েছে উল্লেখ করে কাদের বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই এ সমৃদ্ধি হচ্ছে।

‘‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। বিকল্প কোন পথে আমরা ক্ষমতা চাই না। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য।’’

আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সন্মানিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কাজ যারা করেছেন তাদের ভুল হতে পারে। যদি কোন নেতা-কর্মীর আচরণে কষ্ট পেয়ে থাকেন তাদের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

‘‘আমরা ভুল সংশোধন করবো, অতীতের ভুল থেকে শিক্ষা নেবো। আগামীবার নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। এখানকার যানজট নিরসনে ফ্লাই ওভার নির্মাণ করা হবে।’’

সূত্র: বাসস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরগণতন্ত্রনোয়াখালী-৩