আলো স্লোগানে অভিনব প্রতিবাদ

ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে আলো জ্বালিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় এই শিক্ষক ও বরেণ্য লেখকের জন্য স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শনিবার বিকেলে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই হামলাকারী ফয়জুরকে আটক করা হয়। আটক করা হয় হামলাকারীর বাবা-মা ও চাচাকেও।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মৃদু হাসিমুখে দেখা যায় ড. জাফর ইকবালকে। ভিডিওতে দেখুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদ শ্লোগান ও আলো দিয়ে বানানো তাদের প্রিয় স্যারের প্রতিকৃতি:

ড. মুহম্মদ জাফর ইকবাললিড নিউজ