আলোকিত স্থাপনা: উমাইয়া মসজিদ, সিরিয়া

উমাইয়া মসজিদ, সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। মসজিদটির মূল নির্মাণকাজ সম্পন্ন হয় ৭১৫ সালে। ১০৬৯ সাল থেকে ১৮৯৩ সালের মধ্যে মোট ছয় বার মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছিল। এছাড়াও ১৭৫৯ সালের ভূমিকম্পে মসজিদের ব্যাপক ক্ষতি হয়। মসজিদটি প্রায় ৩১,০০০ বর্গফুট এলাকার ওপর অবস্থিত।

আলোকিত স্থাপনাউমাইয়া মসজিদরমজানরমজান ২০২৩ মাল্টিমিডিয়াসিরিয়া