আর্সেনালে সিমিওনে?

রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনা জাতীয় দলে তাকে নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠলেও সে খবর সত্যি হয়নি। এবার হয়ত অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আট বছরের সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডিয়েগো সিমিওনের। খবর তেমনই। আর্সেনালের সঙ্গে আর্জেন্টাইন এ কোচকে জড়িয়ে নানা আভাস দিচ্ছে ব্রিটিশ মিডিয়া।

গত সপ্তাহেই কোচ উনাই এমেরিকে ছাঁটাই করেছে আর্সেনাল। বর্তমানে আপদকালীন কোচ দিয়ে চলছে গানাররা। লম্বা সময়ের জন্য কোচ করতে তারা কথা বলছে হেভিওয়েট অনেকের সঙ্গেই।

ব্রিটিশ দৈনিক ‘দ্য মিরর’ বলছে, হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সিমিওনে। যার জেরে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আট বছরের সম্পর্কে ইতি ঘটতে পারে তার।

২০১১ সালে অ্যাটলেটিকোতে যোগ দেন ৪৯ বছরের সিমিওনে। পরের সময়ে একটি লা লিগা ও দুটি ইউরোপা লিগ ট্রফি জিতেছেন।

গত ছয় মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। দুবারই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে স্বপ্ন ভাঙে।

চলতি মৌসুমে দলের অন্যতম তিন খেলোয়াড় অ্যান্থনিও গ্রিজম্যান, রডরি ও অভিজ্ঞ ডিয়েগো গোডিনকে বিক্রি করে দেয় অ্যাটলেটিকো। মৌসুমটাও ভালো যাচ্ছে না তাদের। লা লিগায় পয়েন্ট তালিকার ছয়নম্বরে সিমিওনের দল।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, ক্লাবের বেশ কয়েকজন বোর্ড সদস্য সিমিওনের উপর হতাশ। তাদের মধ্যে সম্পর্কটাও আর আগের মতো মধুর নেই। সবমিলিয়ে একটা ‘বিচ্ছেদ’ হয়তো আসন্নই।

অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালডিয়েগো সিমিওনেলিড স্পোর্টস