আর্জেন্টিনাকে ভালোবেসে ড্র করল ব্রাজিল!

ভাবা হচ্ছিল আগামী বছর শান্তিতে নোবেল পাবেন ডোনাল ট্রাম্প এবং কিম জং উন। দীর্ঘ বৈরিতা ভুলে এক টেবিলে চা-বিস্কিট খাওয়ার জন্যই তারা পাবেন নোবেল। অথবা নোবেল পাওয়ার জন্যই দুজন বৈরিতা ভুলে চা-বিস্কিট খাওয়ার অভিনয় করছে। কিন্তু ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের পর বলা যায়, এবারের নোবেল জমা হচ্ছে সুইসব্যাংকের ব্রাজিল অ্যাকাউন্টে।

কেননা আগেরদিন সন্ধ্যায় আর্জেন্টিনা ড্র করায় বাংলার ফেসবু আকাশে দেখা দিয়েছিল দুর্যোগের ঘনঘটা। স্ট্যাটাস ও কমেন্টে সংঘর্ষ বাঁধা ছিল সময়ের ব্যাপার। আর্জেন্টিনা সমর্থকরা আইসল্যান্ডের সাথে ড্র করায় মুষড়ে পড়েছিল। পেনাল্টি মিস ও ড্র করায় ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের ধুয়ে দিচ্ছিল। তারা প্রস্তুতি নিচ্ছিল সুইজারল্যান্ডকে হারিয়ে আরও শক্তিসমর্থ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য।

কিন্তু ব্রাজিল বিষয়টা বুঝতে পেরেছে। তারা চায় না বাংলাদেশে এমন ফেসবুকীয় সংঘর্ষ বাঁধুক। কিংবা অফিস, চায়ের দোকান, বন্ধুদের আড্ডা থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত শুধু একটি দলের সমর্থকরাই কোণঠাসা থাকুক। আর তাই আর্জেন্টিনাকে বিশেষ করে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ভালোবেসেই ড্র করেছে ব্রাজিল।

বাংলার আকাশে-বাতাসে শান্তির সুবাতাস বয়ে আনাতে নোবেলের যোগ্য দাবিদার ব্রাজিল।
এছাড়া আগামী বছর নেইমার যে অস্কার জিতবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

ফলে আজকের ম্যাচে ব্রাজিল ড্র করলেও জিতেছে অনেক কিছু। নোবেল, অস্কারের পাশাপাশি জিতেছে ফুটবল প্রেমীদের হৃদয়।

একথা শুনে আমার এক রসিক বন্ধু বলে উঠলো, ব্রাজিল হার্ট, কিডনি, পাকস্থলী অনেক কিছুই জিতছে। শুধু পয়েন্টটা জিততে পারে নাই।

খেলা দেখে প্রতি মিনিটে মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আমাদের দেশের সাপোর্টটারদের অন্যতম বৈশিষ্ট্য। দল ভালো করলে দাম্ভিক পোস্ট আর খারাপ করলে আত্মপক্ষ সমর্থন করে পোস্ট তাদের দিতেই হয়।
আসুন দেখা যাক ড্র করার পর ব্রাজিল সমর্থকরা ফেসবুকে যেসব পোস্ট দিতে পারেন:

:সুইজারল্যান্ড শক্তিশালী টিম! র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৬। ওরে বাপরে বাপ।

:ওরা তো ফুটবল খেলতে নামে নাই, রেসলিং খেলতে নামছে। দেখছেন নেইমারকে কত্তগুলা লাথি মারছে!

:ফাউল মারা দেখছো? দুই মিনিট পর পরই ফাউল মারে! ওরা ক্যারাতে প্র্যাকটিস না করে যদি ফুটবল প্র্যাকটিস করতো?

:নেইমারের জার্সিটাও ছাড় পায় নাই ওদের হাত থেকে, যেই টানা টানলো আর একটু হালকা বেশি হলে তো ছিঁড়েই যেত!

:হাত দিয়ে গোল দিছে আমি দেখছি, তা না হলে সুইজারল্যান্ড আবার ব্রাজিলরে গোল দেয়!

:ব্রাজিল খুবই ভালো খেলছে, এমন খেললেই চলবে, কাপ আমরাই নিব! পাঁচটা নিছি। এবার ছয়টা হবে।

:সুইজারল্যান্ডের সাথে ড্র করা বিশাল ব্যাপার; আর্জেন্টিনা হইলে তো ৭-১ এ হারতো ।

:ইউরোপের দলগুলো হারানো যায় না। সর্বোচ্চ ড্র করা যায়। আমরা সেরাটাই করেছি।

:ছয়টা কাপ হয়ে গেছে। আমরাও এখন আর কাপের জন্য খেলি না।

:জিততে না পারলে কী হবে? নেইমারের যে প্রতিভা প্রকাশিত হয়েছে তা অনন্য। মেসি পারবে নেইমারের মতো অভিনয় করতে? ছেলেটা খেলা থেকে অবসর নিয়ে হলিউড কাঁপাবে।

আমাদের দেশে ছোট-বড় অঘটন ঘটলে তদন্ত কমিটি গঠিত হয়। হয়তো ব্রাজিলের ড্র করা নিয়েও তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাদের তদন্তে ব্রাজিল না জেতার যে কারণগুলো বেরিয়ে আসতে পারে:
:মেসি পেনাল্টি মিস করেছে।

:ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাজিলের হয়ে খেলেনি।

:সুইজারল্যান্ডের গোল পোস্ট ছোট।

:সুইজারল্যান্ড নেইমারের গেঞ্জি টেনেছে।

:এটা ফুটবল ছিলো না, রেসলিং ছিলো।

:ব্রাজিলে ১১ জন, সুইজারল্যান্ডে ২০ জন খেলেছে।

:রেফারি ঘুষ খেয়েছে।

:ব্রাজিল ৫টা কাপ জিতেসে, এবার লাগবে না।

:আর্জেন্টিনার সমর্থকরা ব্যাপক বদদোয়া করেছে।

:আর্জেন্টিনা সমর্থকরা ড্র করে গর্তে লুকিয়ে ধ্যানে বসেছিল। তাদের ধ্যান ভাঙ্গাতেই ব্রাজিল ইচ্ছে করে ড্র করছে।

:খেলা মাত্র ৯০ মিনিট হয়েছে। আরও ২০/৩০ মিনিট বেশি হলে নিশ্চিত ব্রাজিল জিততো।

:ব্রাজিল ড্র করেছে তাতে কী হয়েছে, গত বিশ্বকাপে আমাদের সাত গোল দেওয়া জার্মানি তো হেরেছে।

ব্রাজিল-সুইজারল্যান্ডলিড নিউজস্যাটায়ার