আর্চারি: পুরুষদের পর নারী দলগত রিকার্ভেও সোনা

৯তম সোনা এবার

সাউথ এশিয়ান গেমসের আর্চারিতে পুরুষদের পর নারী দলগত রিকার্ভেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। চলতি আসরে এখনো পর্যন্ত বাংলাদেশের এটি নবম স্বর্ণ পদক।

শনিবার ভারোত্তোলনে দুটি সোনার পদক জেতার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে সপ্তম স্বর্ণ পদক পাইয়ে দেন ফাতেমা মুজিব। ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে তিনি সোনা আনেন।

মাবিয়া আক্তার সীমান্তের পর শনিবার বাংলাদেশ আরও একটি স্বর্ণ পদক জেতে। ষষ্ঠ স্বর্ণ পদকটি এনে দেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণিতে তিনি জিতেছেন। মাইনুল ইসলাম ১০২ কেজিতে জেতেন রৌপ্য পদক।

গতবারের মতো এবারও বাংলাদেশকে সোনার পদক পাইয়ে দিয়েছেন সীমান্ত। ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন তিনি। ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ।

এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস