আমাজনের সুরক্ষায় সহায়তা প্রয়োজন, নাক গলানো নয়: বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আমাজনের রেকর্ড সংখ্যক বন ধ্বংসের হাত থেকে সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

ইউরোপীয় নেতাদের তীব্র চাপের পর আমাজন অঞ্চলের প্রকৃতি সংরক্ষণ, আদিবাসী জমি এবং সীমান্ত অঞ্চলে সৈন্য মোতায়েনের জন্য ঘোষণা দিলেন তিনি।

বলসোনারো বলেন: কৃষকরা অবৈধভাবে আগুন দিতে পারে। তবে এটি নিয়ে বহি:র্বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর নাক গলানোর প্রয়োজন নেই।

বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠার পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন: খনির জন্য আমাজনের অঞ্চলগুলি পরিষ্কার করার পক্ষে সমর্থন করায় এর আগেও আমি সমালোচনার শিকার হয়েছি। অতএব এটি নতুন কিছু নয়। তবে আমি আমাজন বনকে ভালোবাসি। এটির সুরক্ষায় আমি কাজ করতে চাই।

অন্যদিকে সমালোচকরা বলছেন: আমাজনের রেকর্ড সংখ্যক বন ধ্বংসের ফলে সবুজ প্রকৃতি ও বৃষ্টিপাতের সম্ভাবনা হ্রাস হচ্ছে।

গবেষকদের গবেষনা অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাজন বনে ৭২ হাজার ৮০০টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন: ব্যবসায়িক স্বার্থে ব্রাজিলের উচিত আমাজনকে উন্মুক্ত করে দেওয়া।  যাতে খনন, কৃষি ও কাঠ ব্যবসায়ীরা এর সম্পদকে কাজে লাগাতে পারে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন: আমাজন ইউরোপের চেয়ে বড়, আর ব্রাজিলের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ অসাধ্য। আপনি সেখানকার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন?

বিবিসির তথ্যমতে, বছরের এই শুষ্ক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত ও প্রাকৃতিক হলেও পরিবেশবিদরা পশু চারণভূমির জন্য বনাঞ্চল পরিষ্কার করতে কৃষকদের আগুন দেয়ার প্রবণতা বেড়ে যাওয়াকেই দায়ী করছেন।

আমাজনআমাজনে আগুনব্রাজিল