আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ থাকতে পারবে না, বরিশালে সতর্ক ইসি

বরিশালে বহিরাগত ঠেকাতে প্রথমবারের মতো একশ’রও বেশি আবাসিক হোটেলে জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে না রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচনের আগে বরিশাল সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার।

৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ ও বহিরাগত ঠেকানো বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। সে কারণে শহরের হোটেলগুলোতে ২০ জুলাই মধ্যরাতের মধ্যে নির্বাচনী কাজে আসা বহিরাগতদের শহর ছাড়তে হবে। নতুন কেউ আসলে জাতীয় পরিচয়পত্র ছাড়া হোটেলে জায়গা না দেয়ার নির্দেশ দিয়েছে ইসি।

অযথা কাউকে গ্রেপ্তার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতেও নিরপেক্ষ থাকতে পুলিশ বাহিনীকে নির্দেশ নির্বাচন কমিশনের।

বরিশালের জেলা প্রশাসক মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল সিটি নির্বাচন প্রশাসনের জন্য অগ্নিপরীক্ষা।

প্রশাসন নিরপেক্ষ থাকবে এই আশ্বাস দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

সেমি লিড