আবারও জেগে উঠবে বিএনপি: ফখরুল

বিএনপি আবারও জেগে উঠবে – এমন আশা প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন যে সংকট তা শুধু বিএনপির নয়, পুরো জাতির। 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা গভীরভাবে উপলব্ধি করছি, একটি আদর্শকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতির প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই করতে হবে; সংগ্রাম করতে হবে। বিএনপি আবারও জেগে উঠবে!

অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এতে সভাপতিত্ব করেন-বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মির হেলাল ।

বিএনপি মহাসচিব বলেন, আমরা তারেক জিয়ার এ দিবসকে কারামুক্তি দিবস বলছি কেন, তারেক জিয়া কি মুক্ত হয়েছে? নাহ তারেক জিয়া মুক্ত হয়নি।

‘‘দেশে আবার বাকশাল কায়েমের জন্য দেশের সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে। সারা বাংলাদেশে বিএনপির ২৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাড়ি যেতে পারে না।’’

বিএনপির শক্তি সাধারণ মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি এগিয়ে যাবে। কয়েকদিন আগে আমার সঙ্গে চেয়ারপার্সনের দেখা হয়েছে। আমি সেই দৃশ্য আপনাদের বলতে পারবো না। সুস্থ খালেদা জিয়া এখন হুইল চেয়ারে। অত্যন্ত কষ্ট করছেন।’

তারেকতারেক জিয়াতারেক রহমানবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর