আবরার হত্যা মামলার খরচ বহন করবে বুয়েট প্রশাসন

আবরার হত্যা মামলার সকল খরচ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন বহন করবে।

শনিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: আবরার ফাহাদ হত্যা মামলা চলাকালীন সকল খরচ বুয়েট প্রশাসন বহন করবে এবং আবরার ফাহাদের পরিবারকে বুয়েট কর্তৃপক্ষের থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়া হবে।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত রোববার রাতে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। পরে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করা হয়। এই মামলার এজাহারভুক্ত সব আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আবরার ফাহাদআবরার হত্যাবুয়েট