আপেলের মতো ইসির পচন ধরেছে

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সামনে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন হানিফ নামে এক যুবক। ইসির সামনে পচা আপেল নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। ইসির সংস্কারের দাবিতে প্রতীকি প্রতিবাদ এই যুবকের। ৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেটাররা ভোটকেন্দ্রে যায়নি। এমনকি সম্প্রতি পর পর কয়েকটি উপজেলা নির্বাচনেও ভোটারদের উপস্থিতি ছিল কম। তার মতে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ জনগণ ভোটের উপর যেমন আস্থা হারিয়েছে। নির্বাচন কমিশনের উপরও আস্থা হারিয়েছে। নির্বাচন কমিশনারের এখনই পদত্যাগ করা উচিৎ।

দুই হাতে দুটি আপেল দেখিয়ে বলেন, আমি মনে করি নির্বাচন কমিশন আপেলের মতো পচে গেছে। আপেল যেমন পুরোটা অংশ পচে না। যেকোন একটা অংশ পচে, ওই অংশটা কেটে ফেললে বাকি অংশটা খাওয়া যায়। আমি মনে করি নির্বাচন কমিশন এই আপেলের মতো পচে গেছে। এদের যদি সংস্কার করা হয় তাহলে এই নির্বাচন কমিশন দিয়েও ভবিষ্যতে ভালো নির্বাচন করা সম্ভব। 

নির্বাচন কমিশন