আদালত অবমাননা: খাদ্যমন্ত্রীর নি:শর্ত ক্ষমার আবেদন

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মানবতাবিরোধী জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা বিষয়ে প্রধান বিচারপতি সম্পর্কে দেয়া বক্তব্যের জন্য আবারও নি:শর্ত ক্ষমার আবেদন জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এর আগে আদালতের কাছে সময় প্রার্থনা করে একবার নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন দুই মন্ত্রীই। কিন্তু আদালত সেটা গ্রহণ করেন নি, আদালত বলেছিলো নতুন করে ব্যাখ্যা দিতে।

গত ৫ মার্চ এক গোলটেবিল আলোচনায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপীল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

এরপর আদালত তাদের দুজনকেই ১৫ মার্চ তাদের এমন মন্তব্যের জবাব দেওয়ার নির্দেশ দেন। সেসময় দেশে না থাকায় সময় বাড়িয়ে নেন খাদ্যমন্ত্রী।