আজই লারাকে ছাড়িয়ে যাবেন গেইল?

হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে দারুণ এক রেকর্ডের হাতছানি ক্রিস গেইলের সামনে। আর মাত্র ৬১ রান করলেই ওয়ানডেতে রানসংখ্যায় স্বদেশী কিংবদন্তি ব্রায়ান চার্লস লারাকে ছাড়িয়ে যাবেন ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৫৯ রান করতে হবে গেইলকে। উইন্ডিজ ও আইসিসি একাদশের হয়ে আপাতত ২৯৯ ম্যাচে লারার রানসংখ্যা ১০,৪০৫। সেখানে উইন্ডিজ ও আইসিসি একাদশের হয়ে ২৯৫ ম্যাচে গেইলের রান ১০,৩৪৫।

আইসিসি একাদশের হয়ে লারা ৪ ম্যাচে করেছেন ৫৭ রান। একই দলের হয়ে গেইল করেছেন ৩ ম্যাচে ৫৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ২৯৫ ম্যাচের ২৮৫ ইনিংসে লারার রানসংখ্যা ১০,৩৪৮। ৪০.৯০ গড়ে ১৯টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরি করেছেন এ ক্যারিবিয়ান গ্রেট।

অন্যদিকে দেশের জার্সিতে ২৯২ ম্যাচের ২৮৫ ইনিংসে গেইলের রান ১০,২৯০। ৩৮.৩৯ গড়ে ২৫টি সেঞ্চুরি ও ৫২টি হাফসেঞ্চুরিতে এই রান করেছেন স্বঘোষিত ইউনিভার্স বস।

ওয়েস্ট ইন্ডিজগেইলবিশ্বকাপ-২০১৯লারা