আগুয়েরো-গার্দিওলা ঝগড়ার কারণ কী?

ড্র’র ফাঁদে চেলসি, পিএসজির হার

সার্জিও আগুয়েরো তার প্রিয় শিষ্যদের একজন। তবু তার সঙ্গেই কেন ঝগড়ার দৃশ্য দেখতে হল ইতিহাদ স্টেডিয়ামকে?

ইপিএলের ম্যাচে ৬৬ মিনিটে আগুয়েরোকে তুলে নেন সিটি কোচ পেপ গার্দিওলা। আগুয়েরো টাচলাইনে পৌঁছনোর পর থেকে বেঞ্চে বসতে যাওয়ার আগে পর্যন্ত কোচ ও তারকা ফুটবলারের মধ্যে ঝগড়া চলে ৪৪ সেকেন্ড ধরে। ঝামেলা এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় যে, গার্দিওলার সহকারী মিকেল আর্তেতাকে এগিয়ে এসে দু’জনকে আলাদা করতে হয়।

এই ঘটনার কারণ কী? এই বদলের মিনিট দশেক আগে লুকাস মৌরার গোলে ২-২ করেছিল টটেনহ্যাম। আগুয়েরো মনে করেছিলেন এই গোলের মুভমেন্টে কোথাও তার ভুল আছে, এই কারণে তাকে তুলে নিচ্ছিলেন কোচ। তাই আগুয়েরো তার বিরক্তি প্রকাশ করেছিলেন।

কোচের পাশ দিয়ে যাওয়ার সময় গার্দিওলার উদ্দেশ্যে কিছু মন্তব্য করেন। যা শুনে মেজাজ হারান সিটি কোচও। তারপরেই শুরু হয় ঝগড়া। পরে সিটি কোচের মন্তব্য, ‘আগুয়েরো মনে করেছিল, আমরা যে গোলটা খেলাম, সে জন্য আমি তার উপর অসন্তুষ্ট। গোলটা কর্নার থেকে হয়েছিল। আমি ওয়ান-অন-ওয়ান মুভমেন্ট চাই। সে ভেবেছিল তার কোনো ভুল হয়েছিল।’

ঝগড়া হলেও গার্দিওলা জানিয়েছেন, তাদের সম্পর্কে এর কোনো প্রভাব পড়েনি। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘আমি অনেক সময় টাচলাইনে মেজাজ হারিয়ে ফেলি। হয়তো কখনো কোনো ফুটবলারের উপর বিরক্ত হয়ে পড়ি। আমি নিজে ফুটবলার ছিলাম বলে বুঝি পরিস্থিতিটা ওখানে ঠিক কী রকম থাকে। এই আবেগটা আমাদের খেলার একটা অংশ। আমি বিষয়টা নিয়ে পরে তার (আগুয়েরো) সঙ্গে কথা বলেছি। আগুয়েরো এমন একজন খেলোয়াড় যাকে আমি খুব ভালোবাসি।’

ম্যাচের ইনজুরি টাইমেই ইঙ্গিত পাওয়া যায়, আগুয়েরো-গার্দিওলার ঝামেলা মিটে যাওয়ার। ইনজুরি টাইমে আগুয়েরোর বদলি গাব্রিয়েল জেসুস একটি গোল করেন। সেই সময় গার্দিওলা জড়িয়ে ধরেন আগুয়েরোকেই। তবে ভিএআর দেখে সেই গোল আবার বাতিলও হয়ে যায়। পরে সিটি কোচ অবশ্য মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত।

সিটির ড্র ম্যাচ নিয়ে যখন ইপিএলে তুমুল আলোচনা তখন ড্র করেছে চেলসি। লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা। ফলে টেবিলে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৫ তে।

এবারের লিগে চেলসির শুরুটা হয়েছে দু:স্বপ্নের মত। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়।

অন্যদিকে, লিগ ওয়ানে হোঁচট খেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। রেনের কাছে তারা হেরেছে ২-১ গোলে। এ হারে টেবিলে ৩ পয়েন্ট নিয়ে পিএসজির অবস্থান ৮।

আগুয়েরোইপিএলগার্দিওলালিড স্পোর্টস