আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ করে কৃষি ক্ষেতে ভাইরাস ও ফাঙ্গাস

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ করে লোকসানের ঝুঁকিতে রয়েছেন কৃষক। অনেক ক্ষেতেই ভাইরাস ও ফাঙ্গাস দেখা দিয়েছে। তবে কৃষি বিভাগের পরামর্শে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টায় দিন রাত কাজ করছেন কৃষক।

আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ করে প্রতি বছরই লাভবান হন জাজিরা উপজেলার কৃষক। এবারও শীতের সবজির মৌসুম শেষ না হতেই গ্রীষ্মকালীন আগাম সবজি চাষ করেছেন তারা। তবে মৌসুমের শুরুতেই সবজি ক্ষেত ভাইরাস ও ফাঙ্গাস আক্রান্ত হওয়ায় ফলনে ব্যাঘাত ঘটে।

স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, সবজি ক্ষেতের ভাইরাস ও ফাঙ্গাস প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছেন তারা। সবজি ফলনে কিছুটা ক্ষতি হলেও সার্বিক উৎপাদনে তা খুব একটা প্রভাব ফেলবে না।

কৃষি বিভাগের হিসেব, এ বছর জাজিরা উপজেলায় পাঁচশ’ ২১ হেক্টর জমিতে আগাম গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-

 

সবজি চাষ