আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ ভাগ ইভিএম: ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ ভাগ ইভিএম করার লক্ষ্যে এগোচ্ছে নির্বাচন কমিশন। সব সিটি ও পৌর নির্বাচনের ভোটও হবে ইভিএমে।

বুধবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান তিনি।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও আগামী সব নির্বাচন ইভিএম ব্যবহার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব করেছে ইসি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা বলছে নির্বাচন কমিশন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ৮০ লাখ নতুন ভোটার করার লক্ষ্যে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।

৩০ডিসেম্বরের পর নির্বাচনী দায়িত্ব পালনে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন